Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ছাতিরচর

 

ঘোড়াউত্রা নদীর তীব্র ভাঙ্গনের বুকে গড়ে উঠা নিকলী উপজেলার একটি ঐতিহ্যবাহী হাওড়াঞ্চল হলো ছাতিরচর ইউনিয়ন ।জমিদারী প্রথা তালুকদারীতে রূপান্তরিত হলে প্রায় ১৮৫০ খ্রিষ্ঠাব্দে কিছু মানুষের বসতি গড়ে উঠে চরের এই হাওড়ে ।তালুকদারগন খাজনা আদায়ের জন্য স্থানীয় প্রতিনিধি নিয়োগ করতেন ।আর তাদেরকে উপহার হিসাবে দিতেন একটি করে ছাতা ।হাওড়ে কোন গাছপালা না থাকায় ছাতা খুব জনপ্রিয় উপহারে পরিনত হয় বিভিন্ন আনুষ্ঠানিকতায়।চরের এই গ্রামটির পূর্ব কোন নাম না থাকায় আঞ্চলিক ভাষায় গ্রামটির নাম করন করা হয় ছাতিরচর।কাল পরিক্রমায় ছাতিরচর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজ সমুজ্জ্বল।